চিলিতে দাবানলে নিহত ১৩

ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:২৩ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:২৩
দক্ষিণ আমেরিকার দেশ চিলির বিভিন্ন জায়গায় দাবানলে ১৩ জন নিহত এবং অন্তত ১৪ হাজার হেক্টর (৩৫ হাজার একর) জমি পুড়ে গেছে। গ্রীষ্মকালীন তাপদাহে দেশটির দক্ষিণাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খবর: বার্তা সংস্থা রয়টার্স’র।
সান্তা জুয়ানা শহরে একজন অগ্নিনির্বাপনকর্মীসহ ১১ জন নিহত হয়েছেন। চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণের বিওবিও অঞ্চলে সান্তা জুয়ানা শহরের অবস্থান।
অন্যদিকে দক্ষিণাঞ্চলের লা অরাকনিয়ায় জরুরি সহযোগিতা কাজে নিয়োজিত কৃষি মন্ত্রণালয়ের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে হেলিকপ্টারটির পাইলট ও একজন মেকানিক নিহত হয়েছেন।
বিওবিও এবং প্রতিবেশী এলাকা নুবলে কৃষি ও বনায়ন খাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
দেশজুড়ে ৩৯টি জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে এবং এর ফলে শত শত বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কিছু কিছু জায়গায় মানুষজনকে ঘর-বাড়ি ছেড়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। চিলির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমনটি জানিয়েছে।
শুক্রবার নুবল অঞ্চলের রাজধানী চিলিয়ানে ৩৮ ডিগ্রি তাপমাত্রা ছিল বলে জানায় আবহাওয়া অফিস। গরমের পাশাপাশি দ্রুতগতির বাতাস থাকায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।