ঢাকা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

ইসরায়েলের মিসাইল হামলায় দামেস্কে নিহত ৫

ইসরায়েলের মিসাইল হামলায় দামেস্কে নিহত ৫

সিরিয়ার রাজধানী দামেস্ক। ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ০৩:২৬ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ০৩:২৬

ইসরায়েলের মিসাইল হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রোববার ভোরে দামেস্কের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় এই ঘটনা ঘটে।  

এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, রোববার ভোরে ইসরায়েলি রকেট দামেস্কের মধ্যাঞ্চলীয় কাফর সুসা এলাকায় আঘাত হানে। হামলার শিকার ওই এলাকাটি দামেস্কে অবস্থিত ইরানি স্থাপনার কাছাকাছি বড় ও ব্যাপকভাবে সুরক্ষিত নিরাপত্তা কমপ্লেক্সের পাশে অবস্থিত।

সিরিয়ার এক পুলিশ কর্মকর্তা রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, ইসরায়েলের এই হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। তবে ইসরায়েলের সামরিক মুখপাত্র এই হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন।

সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া বলছে, মধ্যরাতের পরপরই রাজধানী দামেস্কের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ৫ বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। এছাড়া হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

অবশ্য কোনও নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

whatsapp follow image

আরও পড়ুন

×