ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

কংগ্রেসের অধিবেশন শুরু হলো গান্ধী পরিবারের সদস্যদের ছাড়াই

কংগ্রেসের অধিবেশন শুরু হলো গান্ধী পরিবারের সদস্যদের ছাড়াই

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৩:২৯ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:২৩

গান্ধী পরিবারের তিন গুরুত্বপূর্ণ সদস্য সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছাড়াই ভারতের জাতীয় কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের প্রথম চমক হিসেবেই দেখা হচ্ছে বিষয়টিকে।

শুক্রবার সকাল ১০টার দিকে কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে দলের স্টিয়ারিং কমিটির সদস্যদের বৈঠকের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী পূর্ণাঙ্গ অধিবেশন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির মোকাবিলায় দলের কৌশল কী হবে- তা গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে এ অধিবেশনে। খবর এনডিটিভির।

মল্লিকার্জুন খাড়গে দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর কংগ্রেস ওয়ার্কিং কমিটি ভেঙে দেওয়া হয়। পুরোনো কমিটির সদস্যদের নিয়ে গঠিত হয় অস্থায়ী স্টিয়ারিং কমিটি। পূর্ণাঙ্গ অধিবেশনে সেই কমিটির সভাতেই সিদ্ধান্ত হবে নতুন ওয়ার্কিং কমিটি গঠনের পূর্ণক্ষমতা সভাপতির ওপর ছেড়ে দেওয়া হবে, নাকি নির্বাচনের মধ্য দিয়ে সদস্যদের জিতে আসতে হবে।

শুক্রবার সকালেই দলীয় সূত্রে জানিয়ে দেওয়া হয়, সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা বিকেলে রায়পুরে পৌঁছবেন। এই বিলম্ব ইচ্ছাকৃত। দলীয় সূত্র বলছে, সংগঠন চালাতে দলের সভাপতিই যে পূর্ণ ক্ষমতাবান, তাঁর ওপর যে পরিবারের কোনো প্রভাব নেই- এটি বোঝাতেই তাঁরা অনুপস্থিত থাকছেন।

আরও পড়ুন

×