ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

মোদি সরকার মুঘল ইতিহাস মুছে ফেলছে: আসাদউদ্দিন ওয়াইসি

মোদি সরকার মুঘল ইতিহাস মুছে ফেলছে: আসাদউদ্দিন ওয়াইসি

আসাদউদ্দিন ওয়াইসি। ছবি- পিটিআই।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩ | ০৬:০৭ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ | ০৬:১২

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন পার্টির প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, মোদি সরকার পাঠ্যপুস্তক থেকে মুঘল ইতিহাস মুছে ফেলছে, আর চীন ভারতের বর্তমানকেই মুছে ফেলছে।

ভারতে দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে মুঘল ইতিহাস বাদ দেওয়া হয়েছে- এমন অভিযোগ নিয়ে চলমান বিতর্কের মধ্যে মঙ্গলবার তিনি এ কথা বলেন। খবর- হিন্দুস্তান টাইমসের।

অরুণাচল প্রদেশের ১১টি স্থানের নতুন নামকরণ করেছে চীন- এর সমালোচনা করে ওয়াইসি বলেন, একদিকে মোদি সরকার এনসিইআরটি পাঠ্যক্রম থেকে মুঘলদের মুছে ফেলছে, অন্যদিকে ইন্দোনেশিয়ায় বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি২০ সম্মেলনে যে চীনের সঙ্গে হাত করমর্দন করেছিলেন মোদি, সেই চীন আমাদের বর্তমান মুছে ফেলছে।

এ বিষয়ে ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন রিসার্স অ্যান্ড ট্রেইনিংয়ের (এনসিইআরটি) ডিরেক্টর দীনেশ প্রসাদ সাকলানি বলেছেন, দ্বাদশ শ্রেণির ইতিহাসের বই থেকে মুঘল সাম্রাজ্যের ওপর পুরো অধ্যায় বাদ দেওয়ার তথ্য মিথ্যা।

তিনি বলেন, গত বছর করোনাকালে সিলেবাস সংক্ষিপ্ত করায় মুঘল অধ্যায় থেকে কিছু অংশ বাদ দেওয়া হয়েছিল। তবে এ বছর কোনো বই থেকে কোনো অধ্যায় সরানো হয়নি।

whatsapp follow image

আরও পড়ুন

×