ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

এবার ভারতের পাশে জ্যাক মা

এবার ভারতের পাশে জ্যাক মা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ০৪:২৬

স্বনামধন্য চীনা ব্যবসায়ী ও আলিবাবার প্রতিষ্টাতা জ্যাক মা এবার ভারতের পাশে দাঁড়ালেন। চীন যে ভারতকে সাহায্যে হাত বাড়াবে তা আগেই উল্লেখ করেছিল তারা।

ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, চীনা চ্যারিটি সংস্থা ও আলিবাবা ফাউন্ডেশন থেকে ভারতে পৌঁছেছে সুরক্ষিত থাকার পোশাক, মাস্কস, ভেন্টিলেটরস। দিল্লিতে এদিন এই ত্রাণ ভারতীয় রেড ক্রস সোসাইটি গ্রহণ করে। পরে তা বিলি করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে এসব সরঞ্জাম দেয় ওই প্রতিষ্ঠানটি।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ভারতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১,৩৯৭। মৃত্যু বেড়ে হয়েছে ৩৫। যদিও বেসরকারি হিসেবে এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৬১৬। মৃত্যু হয়েছে ৪৭ জনের।



whatsapp follow image

আরও পড়ুন

×