মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ১৯
অনলাইন ডেস্ক
মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ২৪ জন।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার সকালে তিনটি স্থানে এ সংঘর্ষ হয়, যার দুটি শান রাজ্যের দুটি সামরিক ঘাঁটিতে এবং অপরটি লাশিও শহরের একটি ব্রিজের কাছে সংঘটিত হয়।
মিয়ানমারের সশস্ত্র জাতিগত বিদ্রোহীদের অন্যতম তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)। মিয়ানমারের উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসনের দাবিতে সরকারের বিরুদ্ধে লড়ে যাচ্ছে সংগঠনটি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুই নারীসহ ১৫ জনই বেসামরিক নাগরিক। বাকিদের মধ্যে সেনাবাহিনীর তিনজন ও পুলিশের একজন সদস্য।
চীন সীমান্তবর্তী মিয়ানমারের উত্তরাঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে সংঘর্ষ বেড়ে গেছে। হাজার হাজার মানুষ উত্তরাঞ্চলের কাচিন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়েছে। গত এপ্রিল থেকে সেনাবাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ঘটনা বাড়তে শুরু করে।