ঢাকা রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

রুশ গুপ্তচর আটকের দাবি পোল্যান্ডের

রুশ গুপ্তচর আটকের দাবি পোল্যান্ডের

পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারিউসজ কামিনস্কি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ০৬:০৫ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ০৬:১৩

রুশ গুপ্তচর নেটওয়ার্কের এক সদস্যকে পোল্যান্ডে আটক করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মারিউসজ কামিনস্কি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টুইটে পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা রাশিয়ার গোয়েন্দা সংস্থার জন্য কর্মরত গুপ্তচর নেটওয়ার্কের আরেক সদস্যকে আটক করেছে।

তিনি জানান, আটক ব্যক্তি সামরিক স্থাপনা ও সমুদ্রবন্দরগুলোতে নজরদারি কার্যক্রমে নিয়োজিত ছিল।

এ নিয়ে পোল্যান্ডে রুশ গুপ্তচর নেটওয়ার্কের ১৫ জনকে আটক করা হয়েছে বলেও টুইটে উল্লেখ করেন মারিউসজ কামিনস্কি।

এদিকে, রুশ গুপ্তচর আটক হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে পোল্যান্ডে রুশ দূতাবাসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পোল্যান্ড একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। মূলত পোল্যান্ডের ভূমি ব্যবহার করে পশ্চিমা সামরিক সহায়তা পৌঁছে যাচ্ছে ইউক্রেনে। আর এ কারণে পোল্যান্ড রাশিয়ার গুপ্তচরদের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে দাবি করে দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, রাশিয়া পোল্যান্ডের পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে।

এর আগে জুনে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ার একজন পেশাদার আইস হকি খেলোয়াড়কে আটক করে পোল্যান্ডের নিরাপত্তা সংস্থা।

/এসআর/

আরও পড়ুন

×