ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধবিরতি ঘোষণা
ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ২৩:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতিতে ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা করেছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের উদ্যোগে যুদ্ধবিরতি কার্যকরের এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকেই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা।
পশ্চিমা দেশগুলো ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিচ্ছে। ২০১৫ সাল থেকে এই জোটটি ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে। হুথি বিদ্রোহীরা এই যুদ্ধবিরতি মেনে চলবে কিনা তা নিশ্চিত নয়।
কয়েকদিন ধরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিভিন্ন স্থানে যুদ্ধরত পক্ষগুলোকে শান্তির বার্তা দিয়ে যাচ্ছেন। এখন অস্ত্র ছেড়ে করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই করতে হবে বলে সে বার্তায় উল্লেখ করেছিলেন তিনি।
গত পাঁচ বছরে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসনে ইয়েমেনে মানবিক বিপর্যয় ঘটেছে। বহু মানুষ ঘর ছাড়া হওয়ার পাশাপাশি কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। তীব্র খাদ্য সংকটে ভুগছে দেশটি। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হননি। তবে এই মহামারি যদি যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ছড়িয়ে পড়ে তাহলে তার ফল ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়ে আসছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।