ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

যুদ্ধ বিমানে উড়লেন ভারতের সেনাপ্রধান

যুদ্ধ বিমানে উড়লেন ভারতের সেনাপ্রধান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৯ | ০৩:৪৭ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ | ০৪:১০

কাশ্মিরে পুলওয়ামা হামলার ঘটনার রেশ এখনও কাটেনি। ভারত সরাসরি পাকিস্তানে হামলা করারও কথাও বলছে। এরই মধ্যে ভারতের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান ‘এলসিএ তেজস’- পরখ করলেন দেশটির সেনাপ্রধান। 

ভারতীয় বিমানবাহিনীর অত্যাধুনিক বিমান এলসিএ তেজস। বিমানবাহিনীর এয়ার শো-তে  সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে উড়েছে এই বিশেষ বিমান। বেঙ্গালুরুতে শুরু হয়েছে বিমানবাহিনীর এই বিশেষ শো।

এর আগে ভারতে তৈরি কোনো যুদ্ধ বিমানে সফর করেননি সেনাপ্রধান। শুধু ভারতে তৈরি নয় এই বিমানের আরও কিছু বৈশিষ্ট আছে।  এটির ওজন কম তাছাড়া আকারেও ছোট। এই বিমানে উড়বেন সরকারের এক পরামর্শ দাতা পি এস রাখবানের। আকারে ছোট হলেও এই যুদ্ধ বিমানে অত্যাধুনিক সব অস্ত্র রাখা যায়। 

সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন বেঙ্গালুরুতে এই শো দেখতে। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ শো।  সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×