ঢাকা শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

চাঁদের বুকে বিধ্বস্ত রাশিয়ার মহাকাশযান

চাঁদের বুকে বিধ্বস্ত রাশিয়ার মহাকাশযান

উড্ডয়নের সময় রাশিয়ার মহাকাশযান। ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ১০:০৩ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ১০:০৬

রাশিয়া বিগত ৫০ বছরের মধ্যে এই প্রথম চাঁদে কোনো মিশন পাঠিয়েছিল। কিন্তু সেই মিশন ব্যর্থ হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকেই আছড়ে পড়েছে মহাকাশযান ‘লুনা-২৫’। তবে এতে কোনও মানুষ ছিল না।

রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় দেশটির মহাকাশযান লুনা-২৫-এর চাঁদের সঙ্গে সংঘর্ষ হওয়ার বিষয়টি জানিয়েছে। 

প্রতিষ্ঠানটি বার্তায় বলেছে, ‘প্রাথমিক বিশ্লেষণ থেকে জানা গেছে, লুনা-২৫ মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগে অনির্ধারিত একটি কক্ষপথে ঢুকে পড়েছিল এবং চাঁদের পৃষ্ঠের সঙ্গে সংঘর্ষের কারণে কাজ করা বন্ধ করে দিয়েছে।’ 

এর আগে গতকাল শনিবার রসকসমস জানিয়েছিল—চন্দ্রপৃষ্ঠে অবতরণের ঠিক আগে প্রাক-অবতরণ কক্ষপথে প্রবেশের সময় লুনা-২৫-এ একটি জরুরি অবস্থার সৃষ্টি হয়েছিল। তবে ঠিক কী ধরনের জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে, সে বিষয়ে রসকসমস বিস্তারিত কোনো তথ্য দেয়নি। 

আরও পড়ুন

×