ভারতে করোনায় মৃত বেড়ে ৩৩৯, আক্রান্ত ১০ হাজারের বেশি

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০ | ০০:৪৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ভারতে দেখতে দেখতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার পেরিয়ে গেল। এখন পর্যন্ত দেশটিতে ওই মারণ ভাইরাস ৩৩৯ জনের প্রাণ কেড়েছে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন আরও মানুষ। শুধুমাত্র গত ২৪ ঘণ্টাতেই ভারতে ৩১ জনের মৃত্যু হয়েছে এবং ১,২১১ জনের শরীরে নতুন করে বাসা বেঁধেছে কোভিড-১৯।
করোনা প্রতিরোধ করতে অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীই দেশটির প্রধানমন্ত্রী মোদিকে লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ করেছেন। এমনকী কয়েকটি রাজ্য ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত হয়ে তাদের রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়িয়েও দিয়েছে।
আজ সকাল ১০ টায় এই লকডাউনের মেয়াদ বৃদ্ধি সহ আরও নানা বিষয়ে বার্তা দিতে জাতির উদ্দেশে ভাষণ দেন নরেন্দ্র মোদি।
৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা করেন তিনি। লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত জারি রাখার ঘোষণা করা হলেও মূলত ২০ এপ্রিল পর্যন্ত সমস্ত রাজ্যের দিকে সজাগ দৃষ্টি রাখা হবে বলে জানান মোদি।
যেসব রাজ্যগুলো এখনও পর্যন্ত করোনার আক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেগুলো হল মহারাষ্ট্র (২,৩৩৪), দিল্লি (১,৫১০), তামিলনাড়ু (১,১৭৩), রাজস্থান (৮৭৩) এবং মধ্যপ্রদেশ (৬০৪)। সূত্র: এনডিটিভি