ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

পাথরের খাঁজে আটকে বাঘের মৃত্যু

পাথরের খাঁজে আটকে বাঘের মৃত্যু

পাথরের খাঁজে আটকে মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছিল বাঘটি -সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ২৩:৪১

৩৫ ফুট উঁচু সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর পাথরের খাঁজে আটকে মর্মান্তিক মৃত্যু হয়েছে একটি বাঘের। বৃহস্পতিবার সকালে ভারতের মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলা থেকে ২৭ কি:মি: দূরে কুনাদা গ্রামে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

জানা গেছে, ৩৫ ফুট উঁচু সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর আচমকা বাঘটি নদীর মধ্যে থাকা পাথরের খাঁজে আটকে যায়। পাথরের খাঁজে আটকে মেরুদণ্ডে গুরুতর আঘাত পায় বাঘটি। এর ফলে সে কোনও ভাবেই আর ওই খাঁজের ভিতর থেকে উঠে আসতে পারেনি।

চন্দ্রপুর সার্কেলের চিফ ফরেস্ট কনজারভেটর এসভি রামারাও জানান, বাঘটি এতটাই বিপদজনক ভাবে আটকা পড়েছিল যে তাকে উদ্ধারে বন দফতরের কর্মীরা ব্যর্থ হন। বাঘটি উদ্ধারের জন্য তার সামনে একটি খাঁচাও পেতে রাখা হয়। কিন্তু তাতেও উঠতে পারেনি বাঘটি। পাথরের খাঁজ থেকে উঠার চেষ্টা করার সময় তার দাঁতও ভেঙে গিয়েছিল। বনকর্মীদের সব রকম প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার সকালে মারা যায় বাঘটি।

বন বিভাগ জানায়, সেতু পার হওয়ার আগে ওই বাঘটি একটি প্রাণী মেরে তার আহার সেরেছিল। খাওয়া শেষে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরই সেতু থেকে নদীতে ঝাঁপ দেয় বাঘটি। 

আরও পড়ুন

×