২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বসছে টি-২০ বিশ্বকাপের আসর। এর আগে  ফেব্রুয়ারি-মার্চে মাঠে গড়াবে নারীদের টি-২০ বিশ্বকাপ।

এরপর অক্টোবর-নভেম্বরে শুরু হবে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। 

আর নারী বিশ্বকাপের ফাইনাল গড়াবে ৮ মার্চ মেলবোর্নে। সূত্রের খবর, ফাইনালে মঞ্চে  রাঙানোর জন্য প্রস্তুত রয়েছেন প্রখ্যাত মার্কিন পপ সিঙ্গার কেটি পেরি।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ কথা জানান কেটি পেরি বলে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

২০২০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ১০ দল নিয়ে শুরু হতে চলেছে নারীদের টি-২০ বিশ্বকাপ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল মাতাবেন স্বয়ং কেটি পেরি। নারীদের টি-২০ বিশ্বকাপের একশো দিনের কাউন্টডাউনের অনুষ্ঠানে কেটি পেরির সেই ভিডিও বার্তা পোস্ট করেছে আইসিসি।