ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

১০০-তে পা দেওয়ায় পেনশন দ্বিগুণ

১০০-তে পা দেওয়ায় পেনশন দ্বিগুণ

কনকলতাদেবীকে মিষ্টি খাওয়ান পুরসভার কর্মকর্তারা। ছবি-সংগৃহীত

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:২৮ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:২৮

শুনতে অবাক লাগলেও এমনই আশ্চর্য ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের হাওড়ায়। কলকাতা সংলগ্ন হাওড়া পুরনিগম থেকে দীর্ঘদিন পেনশন পেয়ে আসছেন শতবর্ষ পেরনো কনকলতা ভট্টাচার্য। তার স্বামীর মৃত্যুর পর তিনি পেনশন পেয়ে আসছেন। সরকারি আইন অনুযায়ী শতবর্ষ পেরোলে যেকোনো পেনশনভোগীর পেনশন দ্বিগুণ হয়ে যায়। সেইমতে শুক্রবার ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে তাকে সম্মান জানিয়ে দ্বিগুণ পেনশন চালু করে দিলেন পুরসভার কর্মকর্তারা। জানালেন হাওড়া পুরসভার ইতিহাসে এটা অভিনব ঘটনা। 

হাওড়ার আন্দুলের পাঁচপাড়া এলাকার বাসিন্দা কনকলতা ভট্টাচার্য। বয়স একশো তিন বছর। তার স্বামী তারাশংকর ভট্টাচার্য হাওড়া পুরসভার মোটর বিভাগের কর্মী ছিলেন। অবসর নেওয়ার পর পেনশন পেয়ে আসছিলেন। স্বামীর মৃত্যুর পর স্ত্রী কনকলতা পেনশনভোগী হন। রাজ্য সরকারের রিভিশন অব পে অ্যান্ড এলাওয়েন্স পেনশন আইন অনুযায়ী শতবর্ষ পার হলে পেনশনভোগীর পেনশন দ্বিগুণ হয়। সেই নিয়মানুসারে কনকলতাদেবীর পেনশন দ্বিগুণ হয়। হাওড়া পুরসভায় এই ঘটনা প্রথম। 

শুক্রবার হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী, কন্ট্রোলার অব ফাইন্যান্স অরুণাভ ঘোষসহ কয়েকজন কর্মকর্তা কনকলতাদেবীর বাড়িতে যান। তাকে সম্মান জানিয়ে মিষ্টিমুখ করান। এরপর পুরসভার পেনশন সংক্রান্ত কাগজে বৃদ্ধার টিপ সই নেন। 

হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান, শুক্রবার থেকে দ্বিগুণ পেনশন চালু হয়ে গেল কনকলতা ভট্টাচার্যের। হাওড়া পুরসভায় এটা নজিরবিহীন ঘটনা। এবার থেকে তিনি দ্বিগুণ পেনশন পাবেন। অর্থাৎ ৯০০০ টাকার বদলে ১৮০০০ টাকা পেনশন পাবেন। আজকের এই ঘটনায় খুশি ভট্টাচার্য পরিবার। নাতি প্রদীপ ভট্টাচার্য জানান পেনশন যে দ্বিগুণ হতে পারে তারা জানতেন না। আর কনকলতাদেবী বয়সের ভারে কথা বলার ক্ষমতা হারালেও চেয়ারম্যানের হাতে মিষ্টিমুখ করেন। তাকে আশীর্বাদ করে বুঝিয়ে দেন তিনিও খুশি।

আরও পড়ুন

×