মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের বিচার শুরু হয়েছে দেশটির সংসদের উচ্চকক্ষ সিনেটে।

মঙ্গলবার বিচারকাজের শুরুতেই অভিশংসনের পক্ষে ডেমোক্রাটরা নতুন প্রমাণ তুলে ধরলেও তা বাতিল হয়ে যায় সিনেটে। খবর বিবিসির 

সিনেট সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককানেল, রিপাবলিকান সিনেট সদস্যদের চাপে বিচার শুনানি দ্রুত শেষ করার প্রস্তাবের পক্ষে সমর্থন দেন।

তবে ডেমোক্রাটরা অভিশংসনের পক্ষে প্রমাণ তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন। 

ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে ট্রাম্প তা অস্বীকার করেছেন।

মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প তার বিরুদ্ধে আনা অভিযোগকে প্রতারণা বলে উড়িয়ে দিয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয়বারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট অভিশংসন বিচারের মুখে পড়লেন। এ অভিশংসন বিচার কতো দিন চলবে তা এখনও অনিশ্চিত।

এর আগে, মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন বিল পাস হয়।