আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৮৩ জন যাত্রী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুরে বিমানটি কাবুলের দক্ষিণ-পশ্চিমে গজনির দেহ ইয়াক জেলায় বিধ্বস্ত হয়েছে। 

দেশটির এক মুখপাত্র জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে প্লেনটি বিধ্বস্ত হয় এরপর তাতে আগুন ধরে যায়। খবর বিবিসির

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে মিরর জানিয়েছে, আরিয়ানা আফগান এয়ারলাইন্স রোয়িং ৭৩৭-৪০০ দেহ ইয়াক জেলার পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। 

প্লেনটির যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে তা জানাতে পারেননি কর্তৃপক্ষ।