জাতীয় যুব নায়কের জন্মদিনে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে যুব সম্প্রদায়কে এগিয়ে আসার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গে রামকৃষ্ণ মিশনের সদর দফতর বেলুড় মঠ থেকে রোববার এই আহ্বান জানিয়েছেন তিনি। 

তিনি বলেন, ‘নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, নাগরিকত্ব দেওয়ার জন্যই সিএএ।’ শুধু তাই নয়, এই আইন নিয়ে জনসাধারণের ভ্রম দূর করার জন্য যুব সম্প্রদায়কেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

সিএএ নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও এ দিন অভিযোগ তুলেছেন মোদি। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘যারা রাজনীতি করছেন, তারাও জানেন এই আইন কিসের জন্য। কিন্তু দেশে তা নিয়ে ভুল ধারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর তার শিকার হচ্ছে তরুণ প্রজন্মও।’ এই ভ্রান্ত ধারণা দূর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মোদি।

তিনি আরও বলেন, ‘সিএএ নিয়ে অনেক গুজব ঘুরে বেড়াচ্ছে। যুব সম্প্রদায়কে ভুল বোঝানো হচ্ছে। যুব সম্প্রদায়ের সামনে সঠিক তথ্যটা তুল ধরতে হবে।’

মোদি আরও বলেন, ‘সিএএ নিয়ে যা আপনারা বুঝেছেন, সবিস্তারে ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও বুঝতে চাইছে না বিরোধীরা। রাজনৈতিক স্বার্থেই মানুষকে ভুল পথে চালিত করছেন কিছু লোক। সারা বিশ্ব জানে কী ভাবে সংখ্যালঘুদের উপর গত ৭০ বছর ধরে অত্যাচার চালাচ্ছে পাকিস্তান। আর এ কাজের জন্য আজ তাদের জবাবদিহি করতে হবে।’  

প্রধানমন্ত্রীর দু’দিনের কলকাতা সফরের আজ দ্বিতীয় দিন। শনিবার রাতে তিনি বেলুড় মঠে পৌঁছে যান। সেখানেই রাত কাটান। রোববার সকালে বেলুড় মঠে প্রার্থনা সারেন।