ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তাজি সামরিক ঘাঁটিতে কয়েকটি রকেট হামলা করা হয়েছে। 

মঙ্গলবারের এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইরাকের সামরিক বাহিনী। খবর আল জাজিরার

জোটের সামরিক মুখপাত্র কর্নেল মাইলস ক্যাগিন্স থ্রি এক টুইট পোস্টে বলেন, তাজি ঘাঁটিতে চালানো হামলায় জোট বাহিনীর কোনো সেনা হতাহত হয়নি।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

এর আগে রোববার বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরে বালাদ বিমান ঘাঁটিতে রকেট নিক্ষেপ করা হয়। মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে চালানো ওই হামলায় চার ইরাকি সেনা আহত হয়।