- আন্তর্জাতিক
- স্পেনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ১
স্পেনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ১

রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ১-বিবিসি
স্পেনের উত্তর-পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ একজন নিহত ও আটজন দগ্ধ হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে লা ক্যানোনজা শহরের কিমিকাস দেল অক্সিদো দে এতিলেনো কারখানায় বিস্ফোরণ ঘটে। খবর বিবিসির।
কারখানাটিতে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্পেনের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, বিষাক্ত কোনো পদার্থ আশপাশের এলাকায় শনাক্ত করা যায়নি।
ইথিলিন অক্সাইড ট্যাঙ্ক থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
জরুরি সেবা সংস্থা জানায়, টরাগোনার শহর লা কাননজায় বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ায় আটজন দগ্ধ হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, বিস্ফোরণের পর ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা গভীর রাত পর্যন্ত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তির মরদেহ নিকটবর্তী ধসে পড়া একটি ভবন থেকে উদ্ধার করা হয়। নিখোঁজ ব্যক্তি কারখানাটির কর্মী।
স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কাতালান কর্তৃপক্ষকে ‘প্রয়োজনীয় সহযোগিতার’ প্রস্তাব দিয়েছেন।
মন্তব্য করুন