ইউক্রেনের উড়োজাহাজকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করার ভিডিও ধারণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরান জানিয়েছে, আটক ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের মুখোমুখি করা হবে। খবর বিবিসির

গত বুধবার তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ইউক্রেনের উড়োজাহাজ ফ্লাইট পিএস৭৫২-কে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করা হয়। এতে উড়োজাহাজটির ১৭৬ আরোহীর সবাই নিহত হন। 

‘ভুল করে’ উড়োজাহাজটিকে গুলি করা হয়েছে এবং এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইরান জানিয়েছে। 

একটি ‘বিশেষ আদালত’ তদন্ত তদারকি করবে বলে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন।

তিনি বলেছেন, এটি কোনো সাধারণ মামলা হবে না। পুরো বিশ্ব এই আদালতের ওপর দৃষ্টি রাখবে।

উড়োজাহাজটিকে ক্ষেপণাস্ত্র আঘাত করছে, গত সপ্তাহে এমনটি একটি ভিডিও যিনি অনলাইনে পোস্ট করেছিলেন, রেভোল্যুশনারি গার্ড (আইআরজিসি) তাকে গ্রেপ্তার করেছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে।

কিন্তু যে ইরানি সাংবাদিক প্রথমে ভিডিওটি পোস্ট করেছিলেন, তিনি ‘তার সূত্র নিরাপদ আছে’ বলে জানিয়েছেন। ইরানের কর্তৃপক্ষ ভুল লোককে গ্রেপ্তার করেছে বলে এক টুইটে জানিয়েছেন তিনি।

ইউক্রেইন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই উড়োজাহাজের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হওয়ার কথা প্রথমে অস্বীকার করেছিল ইরান। পরে স্বীকার করে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ভুল করে একাজ করেছে।