ভারতের পশ্চিমবঙ্গের হুগলীর চুঁচুড়ার পর এবার টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ হারালো মালদার এক কিশোর। মৃতের নাম করিম শেখ। ইতিমধ্যেই ওই কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার সময় ওই কিশোরের সঙ্গে থাকা দুই বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তার পরিবার। 

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, মালদহের পুখুরিয়া থানার পীরগাই গ্রামের বাসিন্দা করিম শেখ। মৃত কিশোরের বাবা হায়াত আলি। পেশায় দিনমজুর। মা লিলু বিবি গৃহবধু। জানা গেছে, লেখাপড়া ছেড়ে দিয়ে দিনের অধিকাংশ সময়ই টিকটকে ব্যস্ত থাকত সে। মঙ্গলবার সন্ধায় বন্ধুদের সঙ্গে টিকটকেই মেতে ছিল সে। 

ওই সময় এলাকার একটি বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়িয়ে গলা পর্যন্ত পলিথিনের মধ্যে ঢুকিয়ে ফেলে করিম। গোটা ঘটনাটি টিকটকে ভিডিও করা হচ্ছিল। বেশ কিছুক্ষণ পলিথিনে গলা অবধি বন্ধ থাকায় শ্বাস নিতে সমস্যা হচ্ছিল করিমের। এরপরই দম বন্ধ হয়ে মৃত্যু হয় তার। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। ইতিমধ্যেই তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

সন্তানের মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। ঘটনার সময় ওই কিশোরের সঙ্গে যে দুই বন্ধু ছিল, তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

এই ঘটনা প্রথম নয়। আগেও টিকটকের নেশার বলি হতে হয়েছে একাধিককে।