- আন্তর্জাতিক
- ১৮ ঘণ্টা বরফে চাপা থেকেও জীবিত!
১৮ ঘণ্টা বরফে চাপা থেকেও জীবিত!

সামিনা বিবি
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে তুষার ধসে কয়েক ফুট উঁচু বরফস্তরের নিচে ১৮ ঘণ্টা আটকে থাকার পরও বেঁচে আছে এক কিশোরী। সামিনা বিবি নামে এ কিশোরীর বয়স ১২ বছর।
বাকওয়ালি গ্রাম থেকে উদ্ধারের পর মুজাফফরাবাদের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
বরফের নিচে শুয়ে থাকার সময়ই সে ভেবেছিল, আর বুঝি বাঁচার রাস্তা নেই!
বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সে বর্ণনা করে বরফের নিচে চাপা পড়ার ভয়ংকর অভিজ্ঞতার কথা।
কাশ্মীরের নিলম উপত্যকায় বড় ধরনের তুষার ও ভূমিধসে সম্প্রতি ৭৪ জনের প্রাণহানি ঘটেছে। হিমবাহের কারণে ওই অঞ্চলের আবহাওয়া দুর্যোগপ্রবণ এবং সাম্প্রতিক সময়ে সেখানে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন।
হিমবাহের কারণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর এবং আফগানিস্তানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির মাত্রা পাকিস্তান নিয়ন্ত্রিত নিলম উপত্যকায় বেশি।
তার মা শাহনাজ বিবি জানান, মেয়েকে ফেরত পাওয়ার আশাও ছেড়ে দিয়েছিলেন। বিবিসি
মন্তব্য করুন