করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে গত সোমবার পর্যন্ত ৪২৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে বেইজিং। এতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২০ হাজারেরও বেশি মানুষ।চিকিৎসা নিয়ে বিশ্ব জুড়ে চলছে নানা চেষ্টা।

তবে এরই মধ্যে এই মহামারীকে কেন্দ্র করে বিশ্বের বেশকিছু স্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অদদ্ভুত সব চিকিৎসার পদ্ধতি। 


রসুনের লবঙ্গ পানিতে সিদ্ধ করে পান করলে এই মহামারি থেকে রক্ষা করতে পারতো এমন পদ্ধতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। চীনা বিজ্ঞানীদের দাবী, হানিস্কল এবং ফুলের গাছের সাথে তৈরি তরল মারাত্মক করোনভাইরাসকে লড়াই করতে সহায়তা করতে পারে। 


কেন্দ্রীয় তিব্বত প্রশাসনের (সিটিএ) ওয়েবসাইটে এক পোস্টে বলা হয়েছে, তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। করোনাভাইরাস থেকে মুক্তি পেতে তার ভক্তদের  ভাইরাস সংক্রমণ করার জন্য তারা এই মন্ত্রটি জপ করার পরামর্শ দিয়েছেন। এতে করে এ সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা যাবে।


ইউনানী বিশেষজ্ঞ আয়ুশ বলেছেন. "শ্যাডং পানিয়া পান করুন (মুস্তা, পারপত, উশির, চন্দন, উদ্যাচ্য এবং নগর) প্রসেসড ওয়াটার (১০ গ্রাম গুঁড়া এক লিটার পানিতে সিদ্ধ করা হয়, যতক্ষণ না এটি অর্ধেক হয়ে যায়)। এটি একটি বোতলে সংরক্ষণ করুন এবং তৃষ্ণার্ত হলে তা পান করুন।  


সারাবিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে যখন সবাই আতঙ্কিত তখন উদ্ভট মন্তব্য করেছেন স্বামী চক্রপানি মহারাজ। তিনি বলেন, গরুর মূত্র ও গোবরের সাহায্যে করোনাভাইরাসের চিকিৎসা করা সম্ভব। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে গরুর মূত্র ও গোবর ব্যবহার করতে হবে।


ভারতের তামিলনাড়ুর করাইকুডির এক হোটেল মালিকের দাবি, ছোট পেঁয়াজ খেলেন করোনাভাইরাস প্রতিরোধে সহায়তা করতে পারে। তিনি বলেন, সিদ্ধা ওষুধ পদ্ধতি অনুসারে, ছোট পেঁয়াজগুলি ফ্লু ভিত্তিক রোগের প্রতিরোধের ব্যবস্থা করে।

সূত্র: গালফনিউজ