দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ের পর মন্দিরে পূজা দিয়ে ফিরছিলেন আম আদমি পার্টির (এএপি) মেহরুলির বিধায়ক নরেশ যাদব। এসময় তার কনভয় লক্ষ্য করে গুলি করা হয়। গুলিতে এক এএপি কর্মী নিহত ও আরেক কর্মী আহত হয়েছেন। 

দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির

গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার ঘোষণা করা হয় ফলাফল। এতে টানা তৃতীয়বারের মতো ক্ষমতাসীন হয়েছে এএপি। এই নির্বাচনে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয় পেয়েছে দলটি। বিজেপি পেয়েছে মাত্র আটটি আসন। মেহরাউলি আসনে বিজেপির কুসুম খাত্রিকে ১৮ হাজারেরও বেশি ভোট ব্যবধানে হারিয়ে জয় পান এএপির নরেশ যাদব।

এএপির অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইট করে বলা হয়, মন্দির থেকে ফেরার পথে এএপি বিধায়ক নরেশ যাদব এবং তার সঙ্গে থাকা স্বেচ্ছাসেবীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে তখনই এক এএপি কর্মীর মৃত্যু হয়েছে এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

ওই টুইটে বলা হয়, এএপি বিধায়ক নরেশ যাদবের কনভয়ে হওয়া ওই হামলায় স্বেচ্ছাসেবক অশোক মান মারা গেছেন। আমরা আমাদের পরিবারের একজনকে হারিয়েছি। তার আত্মা শান্তিতে থাকুক।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।

ঘটনার পর নরেশ যাদব বলেন, ঘটনাটি সত্যিই দুর্ভাগ্যজনক। আমি এই হামলার কারণ কিছুই বুঝতে পারছি না। প্রায় ৪ রাউন্ড গুলি চালানো হয়। আমি যে গাড়িতে ছিলাম সেটি লক্ষ্য করেই আক্রমণ করা হয়েছিল।