জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সভাপতি, সিপিআই নেতা কানহাইয়া কুমারের গাড়িবহরে ফের হামলার অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার তার গাড়িবহরে বাইকে করে এসে একদল দুর্বৃত্ত হামলা চালায়।এ নিয়ে গত দুই সপ্তাহে তার ওপর সাতবার হামলার ঘটনা ঘটলো। 

এনডিটিভির প্রতিবেদন বলছে, বিহারে কানহাইয়ার জন গণ মন যাত্রা চলছে মাস ধরে৷ বিভিন্ন জনসমাবেশে গিয়ে মোদি সরকারের সংশোধিত নাগরিকত্ব আইনের সমালোচনা করছেন। আর সেই কারণেই বারবার তাকে নিশানা বানিয়েছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলি।

মঙ্গলবার বিহারের গয়া জেলার শেরঘাটির সভায় হাজির ছিলেন সাবেক মুখ্যমন্ত্রী জিতান রাম মাঝি, কংগ্রেস বিধায়ক শাকিল আহমেদ খান৷ আর সেখানেই ঘটে এই ঘটনা।

তার গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে৷ এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন কানহাইয়া কুমার৷ দলীয় সূত্রে জানা গেছে, পুলিশে অভিযোগ জানানো হয়েছে৷ 

এর আগে পাটনার কাছে সুপৌলেও কানহাইয়ার কনভয়ে হামলা চালানো হয়েছিল কয়েকদিন আগে। সেবারও অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন কানহাইয়া। যদিও সেই ঘটনায় এখনও হামলাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ।