- আন্তর্জাতিক
- এবার ইউটিউবে সরাসরি দেখানো হবে বিচার প্রক্রিয়া
এবার ইউটিউবে সরাসরি দেখানো হবে বিচার প্রক্রিয়া

ইউটিউবের মাধ্যমে বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচারে ভারতীয় সর্বোচ্চ আদালতের দেওয়া এক নির্দেশনা এবার সম্ভবত কার্যকর হতে চলছে।একটি মামলার শুনানিতে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ এর পক্ষে মত দেন বলে এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে।
আদালত বলেছেন, ইউটিউবে ওই মামলার শুনানির মূল পর্বের লাইভ করা যাবে। সরাসরি সম্প্রচারের সম্পূর্ণ খরচ দিতে হবে আবেদনকারীকেই।
প্রায় দুই বছর আগে এ সংক্রান্ত ঘটনার সূত্রপাত। শীর্ষ আদালত দেশের বিচার ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে, বিচার প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার করার পক্ষে নির্দেশ দিয়েছিলেন তখন। তবে ভারতের বিচার প্রক্রিয়ার ইতিহাসে এখন পর্য্ন্ত তেমন কোনও উদাহরণ দেখা যায়নি। এবার সম্ভবত সেই নির্দেশ কার্যকর হতে চলছে।
এই সময় জানায়, বেশ কয়েক বছর আগে এক ফরাসি নারী অন্য ধর্মের পুরুষকে বিয়ে করায় তাদের ছেলে ও মেয়ের ওপর পারসিক ধর্মীয়স্থানে প্রবেশের ওপর নিষেদ্ধাজ্ঞা আরোপ করা হয়। এর পরই তার সন্তানদের ধর্মস্থানে প্রবেশ করতে দেওয়ার দাবি জানিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।
ওই নারী আবেদন জানিয়েছিলেন তার করা মামলার শুনানি ইউটিউবে লাইভ সম্প্রচার করতে। সে সময় হাইকোর্টের একটি বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। এরপরই তিনি ডিভিশন বেঞ্চে আবেদন করেন।
ওই আবেদনের ভিত্তিতেই বুধবার হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন- সারা পৃথিবী যাতে এই শুনানি সরাসরি দেখতে পায়, তাই তা লাইভ সম্প্রচার করা যেতে পারে ইউটিউবের মাধ্যমে।
এরআগে ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ সরাসরি সম্প্রচারের আবেদন জানিয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের ভিত্তিতে এই রায় দিয়েছিলেন।
বিচারব্যবস্থায় স্বচ্ছতা আনতে তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, সূর্যালোকই জীবানু বিনাশ করতে পারে। আর বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে শুনানির লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচারও তেমনি গুরুত্বপূর্ণ।
সুপ্রিম কোর্টের মতে, এতে যেমন আইনের ছাত্রছাত্রীরা আদালতে সওয়াল–জবাব কীভাবে হয় জানতে পারবে, তেমনি কোনও মামলার শুনানি কীভাবে হচ্ছে? কী কী সওয়াল–জবাব হচ্ছে? তাও জানতে পারবেন সাধারণ মানুষ।
এর পরই কোন কোন বিষয়ে লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার করা হবে এবং কোন কোন বিষয়ে সেটি করা হবে না সে বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকার সূত্র ধরেই এবার ভারতের বিচার ব্যবস্থায় নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে।
মন্তব্য করুন