- আন্তর্জাতিক
- করোনার সমস্যা গেল বলে: ট্রাম্প
করোনার সমস্যা গেল বলে: ট্রাম্প

গোলটেবিল বৈঠকে ডোনাল্ড ট্রাম্প- এএফপি
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে যখন বিশ্বের অবস্থা অনেকটাই সংকটাপন্ন, দিনদিন বেড়েই চলছে আক্রান্ত ও মৃতের সংখ্যা; সেই মুহূর্তে এটিকে স্বল্প সময়ের একটি সমস্যা হিসেবে আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শিগগিরই এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ থেকে বিশ্ব মু্ক্তি পাবে বলে আশা প্রকাশ করে তিনি বলেছেন, এই সমস্যা গেল বলে। ভারতে সফররত ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নয়াদিল্লীতে এক গোলটেবিল বৈঠকে একথা বলেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, করোনাভাইরাসের সমস্যা স্বল্পমেয়াদি। বৈশ্বিক অর্থনীতির ওপর এর কোনও প্রভাব পড়বে না। আমার মনে হয় এই সমস্যা কেটে যাওয়ার পথে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনার অস্তিত্ব ধরা পড়ে। এখন পর্যন্ত ৩৫টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের সংক্রমণ।
সর্বশেষ খবর অনুযায়ী, ৭০ হাজারের বেশি মানুষ এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে দুই হাজার ৭শ'র বেশি মানুষের। করোনায় যুক্তরাষ্ট্র আক্রান্ত হয়েছেন ৫৩ জন; ভারতে সন্ধান পাওয়া গেছে তিন রোগীর।
মন্তব্য করুন