- আন্তর্জাতিক
- মাহাথিরকে দেওয়া সমর্থন তুলে নিল বিরোধী জোট
মালয়েশিয়া
মাহাথিরকে দেওয়া সমর্থন তুলে নিল বিরোধী জোট

সংবাদ সম্মেলনে ইউএমএনও- মালয় মেইল
মাহাথির মোহাম্মদকে দেওয়া সমর্থন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে বিরোধী রাজনৈতিক দল ইউনাইটেড মালয়েশিয়া ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও), বারিসান ন্যাশনাল (বিএন) ও পার্টি ইসলাম সে-মালয়েশিয়া (পিএএস)।
বিরোধী জোটের প্রধান দল ইউএমএনওর সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়ে মাহাথিরের পদত্যাগের একদিনের মাথায় দলটির মহাসচিব আনোয়ার মুসা তার প্রতি দেওয়া সমর্থন তুলে নেওয়ার ঘোষণা দেন বলে মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে।
মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তিনি বলেন, মাহাথির মোহাম্মদকে সমর্থন জানিয়ে বিএন ও পিএসের আইনজীবীরা চুক্তিপত্রে স্বাক্ষর করে যে বিধিবদ্ধ ঘোষণা দিয়েছিলেন তা বাতিল করা হলো।
আনোয়ার মুসা বলেন, এই মুহূর্তে আমাদের অবস্থান হলো- আমাদের সমর্থন জনগণের প্রতি। একই সঙ্গে সংসদ ভেঙে দেওয়া হোক।
জনগণকেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আনোয়ার মুসা জানান, ইউএমএনও ও পিএসের পক্ষ থেকে রাজা ইয়াং দি-পারতুয়ানকে তাদের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
মালয়েশিয়ায় নতুন জোট সরকার গড়ার আলোচনার মধ্যেই সোমবার হঠাৎ করেই পদত্যাগ করেন ৯৪ বছর বয়সী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। পরে মালয়েশিয়ার রাজা পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত মাহাথিরকেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের নির্দেশ দেন।
মাহাথিরের পদত্যাগের কারণ নিয়ে জল্পনার মধ্যে জোট শরিক দল ডিএপি সংবাদ সম্মেলনে জানায়, ইউএমএনও নেতারা দুর্নীতি ও অপশাসনে জড়িত ছিল। তাদের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন মাহাথির।
প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেওয়ার ১৫ বছর পর ২০১৮ সালের মে মাসে অনুষ্ঠিত মালয়েশিয়ার নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করেন মাহাথির মোহাম্মদ। ওই নির্বাচনে জয়ী হয় তার নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপান (নতুন আশা)। এই নির্বাচনে নিজের আগের দল ইউএমএনওর নেতৃত্বাধীন জোট বারিসান ন্যাশনালকে পরাজিত করেন তিনি।
মন্তব্য করুন