স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফে একটি বিলাসবহুল আবাসিক হোটেলে অবরুদ্ধ হয়ে পড়েছেন সহস্রাধিক পর্যটক।

কোস্টা আডেজে প্যালেস নামের ওই হোটেলের সব পর্যটককে নিজ নিজ কক্ষে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে অবস্থানরত ইতালির এক চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর এ উদ্যোগ নেওয়া হয়।

ওই চিকিৎসক ইতালির লোম্বারদি এলাকা থেকে এসেছেন বলে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর বরাতে জানানো হয়। খবর এএফপি, দ্য গার্ডিয়ান ও বিবিসির।

স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ভেরোনিকা মার্টিন জানিয়েছেন, দ্বীপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চারতারা হোটেলটিতে অবস্থানরত অতিথিদের কোয়ারেন্টাইনে রাখা হবে না। তবে কয়েকদিন ধরে তাদের পর্যবেক্ষণের ওপর রাখা হবে।

হোটেলের পর্যটকদের একজন ফেসবুকে তার কক্ষের দরজার নিচে রাখা একটি চিরকুটের ছবি পোস্ট করেছেন। এতে হোটেল কর্তৃপক্ষ লিখেছে, 'আমরা আপনাদের কাছে লজ্জিত ও অনুতপ্ত। তবে স্বাস্থ্য সতর্কতার কারণে জানাতে হচ্ছে যে, হোটেল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপনারা নিজ নিজ কক্ষে অবস্থান করুন।'

জন টার্টন নামে আরেক অতিথি বিবিসিকে বলেছেন, হোটেলে কড়াকড়ি শুরু হয়েছে। যা ঘটছে, তার সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছি আমরা।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হোটেলের ভেতর পর্যটকরা কৌতূহলী হয়ে উঠেছেন। তারা জানালা দিয়ে উঁকিঝুঁকি মেরে বাইরে দেখতে চাইছেন। ঠিক কী ঘটেছে পরিস্কারভাবে বুঝতে পারছেন না তারা।