বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাব বিস্তারের কারণে আগামী সোমবার থেকে এপ্রিল পর্যন্ত জাপানের সব ধরনের স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার করোনাভাইরাসের প্রার্দুভাব নিয়ে মন্ত্রিপরিষদের এক বৈঠকে প্রধানমন্ত্রী শিনজো আবে এ সিদ্ধান্তের কথা জানান।

আবে বলেন,  শিশুদের স্বাস্থ্য ো সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় তিনি  শিশুদের মধ্যে সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য সতর্ক থাকতে সব ধরনের প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার কথা বলেন।  তিনি জানান, আগামী এক বা দুই সপ্তাহে করোনাভাইরাস পরিস্থিতি আরও জটিল আকার ধারন করতে পারে। 

জাপানের স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রনালয় থেকে বলা হয়েছে, শিশুদের  ডে-কেয়ার সেন্টার এবং স্কুল-পরবর্তী সুবিধা কেন্দ্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে না। 

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাপানে মারা গেছেন ৫ জন। এ ছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০০ জন।