- আন্তর্জাতিক
- দিল্লির সহিংসতায় মন ভেঙেছে শেবাগ-যুবরাজদের
দিল্লির সহিংসতায় মন ভেঙেছে শেবাগ-যুবরাজদের

ছবি: টুইটার
দিল্লিতে দাঙ্গায় এ পর্যন্ত অন্তত ৩৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন অনেকে। সংশোধিত নাগরিক আইনকে কেন্দ্র করে শুরু হয়েছে এই বিক্ষোভ-সংঘর্ষ। রূপ নিয়েছে সাম্প্রদায়িক সহিংসতায়। দিল্লির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার বিরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং এবং হরভজন সিংরা। তাদের হৃদয় ভেঙেছে দিল্লির সহিংসতায়। শান্তি কামনা করে টুইট করেছেন তারা।
ভারতের হয়ে বিশ্বকাপ জেতা বিরেন্দ্র শেবাগ টুইট করেছেন, ‘দিল্লিতে যা ঘটছে তা সত্যিই হতাশার। সকলের প্রতি আমার আহ্বান দিল্লি শান্ত করুণ, শান্তি প্রতিষ্ঠা করুণ। যে কারো ওপর হামলা বা কারো ক্ষতি করার মানে হলো আমাদের দারুণ রাজধানী শহর দিল্লির ওপর কলঙ্ক লেপন করা। আমি সকলের শান্তি এবং মানসিক সুস্থতা কামনা করছি।’
ভারতের আরেক বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার যুবরাজ সিংও একই রকমের টুইট করেছেন। ক্যান্সার জয় করে মাঠে ফেরার পর সম্প্রতি অবসর নেওয়া এই ক্রিকেটারের হৃদয় ভেঙেছে দিল্লির সহিংসতায়। তিনি টুইট করেছেন, ‘দিল্লিতে যা হচ্ছে তা সত্যিই হৃদয় বিদারক। সকলের প্রতি অনুরোধ দিল্লিতে শান্তি এবং ঐক্য প্রতিষ্ঠা করুণ। আশা করছি কৃতপক্ষ পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দিন শেষে আমরা মানুষ। সবার প্রতি আমাদের ভালোবাসা এবং সম্মান থাকা উচিত।’
ভারতীয় সাবেক স্পিনার হরভজন সিং টুইট করেছেন, ‘আমরাই আমাদের নিজেদের লোককে খুন করছি? (আপনে হি আপনোকো খুন কার রাহি হে?) সকলের প্রতি অনুরোধ করছি একে অপরের আঘাত করবেন না।’
উল্লেখ্য সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে বিক্ষোভ-সংঘর্ষে উত্তর-পূর্ব দিল্লিতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন। টানা চারদিন ধরে চলতে থাকা সংঘর্ষে রণক্ষেত্র তৈরি হয়েছে দিল্লির ভজনপুরা, মৌজপুর, কারাওয়ালনগর। খবর এনডিটিভির
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার ‘শান্তি’ বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার বৈঠক করেছেন। পরিস্থিতি সামলাতে গোটা উত্তর-পূর্ব দিল্লিতে আগামী এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করে পুলিশ। সংঘর্ষের ছবি না-দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে ভারতের বেসরকারি চ্যানেলগুলোকে।
মন্তব্য করুন