- আন্তর্জাতিক
- রাখাইনে সেনাবাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে ৫ রোহিঙ্গা নিহত
রাখাইনে সেনাবাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে ৫ রোহিঙ্গা নিহত

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে এক শিশুসহ অন্তত পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্থানীয় এক এমপি এবং দুই বাসিন্দার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রোববার এ খবর জানিয়েছে।
স্থানীয় এমপি তুন থার সেইন এবং রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মুখপাত্র খিন থু খা জানান, শনিবার সেনাবাহিনীর গাড়িবহর এমরাউক ইউ শহর অতিক্রমের সময় তাতে বিদ্রোহীরা হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। তবে এ ব্যাপারে মন্তব্য জানতে মিয়ানমার সেনাবাহিনীর দুই মুখপাত্রের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেও সাড়া পায়নি রয়টার্স। সেনাবাহিনী তাদের ওয়েবসাইটেও তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি।
সংঘর্ষে বেসামরিক মানুষ হতাহতের ঘটনায় মিয়ানমারের সরকারি বাহিনীকে দায়ী করেছেন খিন থু খা। তবে দেশটির সরকারের মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
রাখাইনের প্রত্যন্ত ওই অঞ্চলে হামলার বিস্তারিত তথ্য নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। সহিংসতাবিধ্বস্ত ওই অঞ্চলে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আছে। ইন্টারনেট সংযোগও সচল নেই।
আরাকান আর্মির মুখপাত্র এক বার্তায় বলেছেন, রাখাইনের বু তা লোন গ্রামে মিয়ানমারের সামরিক বাহিনীর গোলা আঘাত হেনেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। এদিকে এমপি তুন থার সেইন এবং স্থানীয় এক স্বাস্থ্যকর্মী ও এক গ্রামবাসী বলেছেন, নিপীড়িত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের কমপক্ষে পাঁচ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২ বছরের এক শিশু রয়েছে।
মন্তব্য করুন