দিল্লির সহিংসতাকে ‘পরিকল্পিত গণহত্যা’ বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে দিল্লির মাটিতে যেভাবে মানুষ হত্যা হয়েছে এটা পরিকল্পিত গণহত্যা। খবর আনন্দবাজার পত্রিকার

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, দিল্লিতে পরিকল্পিতভাব গণহত্যা করা হয়েছে। এরপর তাকে দাঙ্গার চেহারা দেওয়া হয়েছে। দিল্লির কাণ্ডকে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক রং দেওয়া হয়েছে।

বিজেপি সরকারের উদ্দেশে তিনি বলেন, যারা দিল্লির মতো একটা ছোট জায়গা সামলাতে পারে না, তারা দেশ সামলাবে কিভাবে? দেশের সম্মান তলিয়ে দিয়েছে এই সরকার।