ভারতের আসাম রাজ্যের ঘটনা। গত শুক্রবার রাজ্যের বিশ্বনাথ জেলার গোহপুর থানা এলাকার চাকলা গ্রামে ১২ বছরের এক কিশোরীকে গণধর্ষণের পর গাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রোববার সাত কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। খবর আজকালের।

তদন্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তার কিশোররা সবাই এ বছর দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা (হাই স্কুল লিভিং সার্টিফিকেট বা এইচএসএলসি) দিয়েছে। শুক্রবার পরীক্ষা শেষ হওয়ার পর রাতে পার্টির আয়োজন করে তারা। পার্টিতে অংশ নিতে ওই কিশোরীকে একটি বাড়িতে ডেকে নেয় তারা। সেখানেই তাকে গণধর্ষণের পর খুন করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয় বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। 

পুলিশ জানায়, শুক্রবার রাত থেকে কোথাও মেয়ের সন্ধান না পেয়ে অবশেষে থানায় যায় কিশোরীর পরিবার। শনিবার গ্রামের একটি গাছে দেহটি ঝুলতে দেখে পুলিশে খবর দেন গ্রামবাসীরা। গ্রেপ্তার কিশোরদের জেরা করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।