বিয়ের কথা পাকা হয়ে গেছে। দিনক্ষণও চূড়ান্ত। চলছিল বিয়ের কেনাকাটাসহ অন্য সব প্রস্তুতি। এর মধ্যে হঠাৎ করেই বরের বাবা আর কনের মা নিখোঁজ। পরে জানা যায়, তরুণ বয়সের প্রেমের টান উপেক্ষা করতে না পেরে তারা পালিয়ে যান।  

এ ঘটনায় হুলস্থূল কাণ্ড ঘটে যায় ভারতের গুজরাট রাজ্যের সুরাট এলাকা। এবার দ্বিতীয়বারের মতো আবারও পালিয়ে গেছেন ওই জুটি।   

গত ১০ জানুয়ারি থেকে হঠাৎ উধাও হয়ে যান  বরের বাবা রাকেশ (ছদ্মনাম) বস্ত্র ব্যবসায়ী। আর কনের মা স্বাতী (ছদ্মনাম) গৃহবধূ। 

এরপর ২৭ জানুয়ারি ইন্দোরে তাদের খোঁজ মেলে। এদিকে প্রথমবার পালিয়ে গিয়ে বেশ কিছুদিন পর বাড়ি ফেরার পর ওই নারীকে ঢুকতে দেননি তার স্বামী। ফলে বাপের বাড়িতে চলে যান ওই মহিলা। অন্যদিকে, তাকে তার স্বামী ফিরিয়ে না-নিলে তিনি ঘরে তুলতে রাজি আছেন বলে আগেই জানিয়েছিলেন 'প্রেমিক'। 

এবার আবারও তারা উধাও হয়েছেন বলে ভারতের সংবাদমাধ্যম এইসময় জানিয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে একাকিত্ব ঘোচাতে এ জুটি পালিয়েছেন বলে জানা গেছে। এদিকে, তাদের ছেলে-মেয়ে বিয়ে আপাতত বাতিল করেছেস। তারা যাতে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন, সেই চেষ্টা চালিয়েছেন তারা। এর মধ্যেই আবার ঘটলো এই ঘটনা। 

বর ও কনের পারিবারিক সূত্র আরও জানায়, রাকেশ ও স্বাতীর মধ্যে তরুণ বয়সে প্রেমের সম্পর্ক ছিল বলে গুঞ্জন রয়েছে। দ্বিতীয়বারের মতো তারা আবার পালিয়ে যাওয়ায় বর ও কনের পরিবার চরম বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে।