মার্কিন পপ তারকা কেটি পেরির নতুন মিউজিক ভিডিও 'নেভার ওর্ন হোয়াইট' প্রকাশ পেয়েছে গত ৫ মার্চ। ৪ মিনিটের এই গানটির শেষ ফ্রেমে নিজের গর্ভাবস্থা দেখিয়েছেন সংগীত তারকা। অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি এভাবেই জানালেন ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুমের বাগদত্তা কেটি।

মিউজিক ভিডিওর মাধ্যমে মা হওয়ার খবর প্রকাশের সিদ্ধান্ত নিয়ে কেটি পেরি জানান, 'ভক্তদের সবকিছু জানাতে ভালো লাগে। তবে দারুণ কোনো পন্থায় সুখবর দিতে চেয়েছি, যাতে সুরও থাকবে।' কেটির ষষ্ঠ অ্যালবাম প্রকাশের সময় শিশুটি জন্ম নেবে। তাই এ পপতারকা বলেন, 'শুধু সন্তানের মা-ই হবো তা নয়, ভক্ত-শ্রোতারা অপেক্ষা করছেন এমন কিছুও আসবে। এটাকে বলা যায় দ্বিগুণ আনন্দ।'
প্রসঙ্গত, গত বছরের ভালোবাসা দিবসে কেটির অনামিকায় আংটি পরিয়ে দেন ব্লুম। প্রসঙ্গত, ব্রিটিশ কমেডিয়ান রাসেল ব্র্যান্ডকে ২০১০ সালে বিয়ে করেন কেটি। দু'বছর পরই তাদের বিচ্ছেদ হয়।