করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে চার হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা এক লাখ ১৩ হাজার ৩৫৮ জনে। 

মৃত চার হাজার ২৭ জনের মধ্যে তিন হাজার ১৩৬ জনই চীনের নাগরিক। প্রাণহানির দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ইতালিতে এ পর্যন্ত ৪৬৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৭২ জন। 

ইরানে মারা গেছে ২৩৭ জন। দক্ষিণ কোরিয়াতেও মারা গেছে ৫৪ জন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৪। আর মোট আক্রান্তের সংখ্যা ৫২৫। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের

ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে নতুন সংক্রমণের সংখ্যা কমে এলেও নতুন করে ইতালিতে ব্যাপক উদ্বেগ তৈরি করছে এটি। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতালি জরুরি অবস্থা আরও বাড়িয়েছে। পুরো দেশে জনসাগাম নিষিদ্ধ করা হয়েছে। কার্যত ঘরে অবরুদ্ধ সে দেশের মানুষ এবং কাউকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। একপর্যায়ে এ ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

করোনাভাইরাসে বাংলাদেশেও তিনজন আক্রান্ত হয়েছেন। রোববার দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্তের কথা জানায় আইইডিসিআর। করোনা আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন ইতালি ফেরত এবং একজন দেশে ছিলেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। 

এছাড়া ‘করোনাভাইরাসের লক্ষণ’ থাকা আরও দুই ইতালি ফেরত ব্যক্তিকে সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে।