বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস সংক্রমণের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরে গিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এই প্রথম চীনের প্রেসিডেন্ট সেখানে গেলেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে তিনি সেখানে পৌঁছান। সেখানে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের উদ্যোগ ও প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াইরত মেডিকেল কর্মী, গণমুক্তি ফৌজের সেনা, পুলিশ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার। খবর রয়টার্সের

গত বছরের শেষ দিকে এই উহান শহরের একটি সি-ফুড মার্কেট থেকেই নতুন ধরনের ভাইরাসটির সংক্রমণ ছড়ানো শুরু হয়েছিল বলে ধারণা করা হয়।

করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে চার হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা এক লাখ ১৩ হাজার ৩৫৮ জনে। 

মৃত চার হাজার ২৭ জনের মধ্যে তিন হাজার ১৩৬ জনই চীনের নাগরিক।

কয়েক সপ্তাহ আগেও হুবেই প্রদেশ ও এর রাজধানী উহানে করোনাভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা কয়েক হাজার ছিল, কিন্তু সোমবার তা মাত্র ১৯ জনে নেমে এসেছে।