- আন্তর্জাতিক
- এবার অন অ্যারাইভাল ভিসা বন্ধ করলো নেপাল
এবার অন অ্যারাইভাল ভিসা বন্ধ করলো নেপাল

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এবার সব দেশের নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করলো নেপাল।
স্থানীয় সময় শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় নেপাল সরকার। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে মহামারী ঘোষণা ও সব ধরনের সতর্কতা ব্যবস্থা নেওয়ার আহবান জানানোর পর অন অ্যারাইভাল ভিসা বন্ধের সিদ্ধান্ত নেয় নেপাল সরকার।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কুটনৈতিক ও বিশেষ অফিসিয়াল ভিসা ছাড়া ১৪ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশটিতে সব ধরনের অন অ্যারাইভাল ভিসা বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে কেউ যদি নেপালে আসতে চায় তাহলে তাকে করোনাভাইরাসমুক্ত হিসেবে স্বাস্থ্য সনদ দেখাতে হবে।
এদিকে এ সময়ের জন্য নেপালের সব ধরনের স্থলবন্দরও বন্ধ করেছে নেপাল সরকার।
মন্তব্য করুন