বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃত্যুর ঘটনায় চীনকেও ছাড়িয়ে এখন সবার ওপরে ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৪০৫ জন।

গত বুধবারই ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারান ৪৭৫ জন রোগী। এখন পর্যন্ত এটাই যেকোনও দেশের জন্য একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একইসঙ্গে ইউরোপের দেশটিতে এই সময়ে নতুন করে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৩২২ জন। এ নিয়ে মোট আক্রন্ত হয়েছেন ৪১ হাজার ৩৫ জন। খবর বিবিসির

ইতালিতে গত ১২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত দেশজুড়ে ‘লকডাউন’ করা হয়। লকডাউনের সময় আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সেই সঙ্গে দেশজুড়ে করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। তবুও দেশটিতে এই মহামারির প্রকোপ থামছে না। প্রতিদিনই নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন দেশটির মানুষ, সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এ পর্যন্ত সেখানে মারা গেছেন ৩ হাজার ২৪৫ জন, আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯২৮ জন। সংক্রমণ শুরুর পায় দুই মাস পর গত ২১ ফেব্রুয়ারি ইতালিতে প্রবেশ করে প্রাণঘাতী করোনা। এরপর মাত্র একমাসের মধ্যেই মৃত্যুতে চীনকে ছাড়িয়ে গেছে ইউরোপের দেশটি।