- আন্তর্জাতিক
- করোনার বিস্তার রোধে সেনা নামাচ্ছে মালয়েশিয়া
করোনার বিস্তার রোধে সেনা নামাচ্ছে মালয়েশিয়া

নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে জনসাধারণের ভ্রমণ ও চলাফেরা নিয়ন্ত্রণে আনতে সেনা বাহিনীকে মাঠে নামাচ্ছে মালয়েশিয়া।
শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটিতে করোনা প্রতিরোধে গত বুধবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত, স্কুল ও বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। মানুষকে ঘরের বাইরে যেতেও নিষেধ করা হয়েছে।
এসব সিদ্ধান্ত না মানলে পরিণাম ভয়াবহ হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। তবুও সাড়া মিলছে না। এমন পরিস্থিতিতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।
প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাব্রি ইয়াকুব জানান, এতসব কঠোর হুশিয়ারির পরও মানুষ নিষেধাজ্ঞা মানছে না। রেস্টুরেন্ট-পার্কে অবাধে যাতায়াত করছে অনেকে।
সংবাদ সম্মেলনে শুক্রবার তিনি বলেন, শনিবার থেকে মাঠে টহল দিতে শুরু করবে সেনাবাহিনী। বাহিনীর সেবা নিয়ে আমরা আশাবাদী। এর মাধ্যমে ভালোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কর্তৃপক্ষের নির্দেশ না মানলে গ্রেপ্তার করা হবে বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে; এরপর তার বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।
সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, মালয়েশিয়ায় এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০০। মুসলিম অধ্যুষিত দেশটিতে শুক্রবারের জুমার নামাজ মসজিদে না গিয়ে বাড়িতে পড়তে বলা হয়েছে।
মন্তব্য করুন