- আন্তর্জাতিক
- করোনায় শ্রীলঙ্কার নির্বাচন স্থগিত, কারফিউ ঘোষণা
করোনায় শ্রীলঙ্কার নির্বাচন স্থগিত, কারফিউ ঘোষণা

ছবি: খালিজ টাইমস
বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাবে আগামী মাসে অনুষ্ঠিতব্য সংসদীয় নির্বাচন স্থগিত করেছে শ্রীলঙ্কা। শুধু তাই নয়, এ পরিস্থিতিতে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী কারফিউও জারি করা হয়েছে দেশটিতে।
আগামী মাসে শ্রীলঙ্কায় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু দেশটিতে গত কয়েকদিনে করোনা সংক্রমণের হার দ্রুত বৃদ্ধি পাওয়ায় একদিন আগেই নির্বাচন কমিশনার আসন্ন ওই নির্বাচন স্থগিত করেন। খবর বিবিসির
দ্বীপরাষ্ট্রটির সরকারি মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেন, গত ৩ দিনেই দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দুই গুণ বেড়েছে। বর্তমানে তা প্রায় ৭০ জন। দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ ইতালির চেয়েও ভয়াবহ হয়ে দেখা দিতে পারে।
এদিকে শুধু শ্রীলঙ্কা নয়, বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের ব্যাপারেই গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা প্রতি মুহূর্তেই বাড়ছে; বিশ্বে এই ভাইরাসে সংক্রমিত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা এখন ১০ হাজারের বেশি।
মন্তব্য করুন