নভেল করোনাভাইরাসের সংক্রমণে প্রতি ১০ মিনিটে একজন মানুষের মৃত্যু হচ্ছে ইরানে।

দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার এতথ্য জানিয়েছে আরব নিউজ।

কর্তৃপক্ষ এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণে ১২৮৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে; অবশ্য বিশ্লেষকরা বলছেন- এই হার আরও বেশি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর এক টুইট বার্তায় বলেছেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে- প্রতি ১০ মিনিটে একজন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। আর প্রতি ঘণ্টায় আক্রান্ত হচ্ছেন ৫০ জনের মতো মানুষ।

দেশটিতে বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১৮হাজার ৪০৭ জন বলে জানিয়েছেন দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী আলীরেজা রাইসি।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে; এরপর তা ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। প্রথম দিকে চীনে মৃত্যুহার ও আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়লেও সম্প্রতি তা নিয়ন্ত্রণে এনেছে দেশটি। তবে চীনের বাইরে এখন এই ভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়ছে।