ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ২০৬। এতে এরই মধ্যে চারজনের প্রাণহানি ঘটেছে। পশ্চিমবঙ্গের কলকাতাতেও দ্বিতীয় করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ কারণে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি ছয় মাস রাজ্যের গরীবদের বিনামূল্যে চাল, ডাল, গম দেওয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার বিকেলে নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার আগে পশ্চিমবঙ্গের সচিবালয় ভবন নবান্নে এক সংবাদ সম্মেলনে রাজ্যবাসীর উদ্দেশে এ বার্তা দেন মমতা বন্দোপাধ্যায়।

একই সঙ্গে তিনি রাজ্যের জনগণের সুরক্ষার জন্য জরুরি ত্রাণ তহবিল তৈরির ঘোষণা দিয়েছেন।এ ছাড়া ৫০ শতাংশ সরকারি কর্মী বাড়ি থেকেই কাজের করবেন বলে জানিয়েছেন তিনি। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ৭ লাখ ৮৫ হাজার মানুষকে আগামী ছয় মাস চাল, ডাল, গম বিনামূল্যে দেওয়া হবে।

এছাড়া তিনি আবারও সকলকে স্যানিটাইজার ও মাস্ক ব্যাবহারের পরামর্শ দেন তিনি। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে মাস্কের পরিবর্তে কাপড় ব্যবহারের পাশাপাশি ঘর থেকে বের না হবার পরামর্শ দেন তিনি।