- আন্তর্জাতিক
- ৩১ মার্চ পর্যন্ত বন্ধ মুম্বাইয়ের সব সরকারি-বেসরকারি অফিস
৩১ মার্চ পর্যন্ত বন্ধ মুম্বাইয়ের সব সরকারি-বেসরকারি অফিস

ফাইল ছবি
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ঠেকাতে মুম্বাইসহ মহারাষ্ট্রের বেশকিছু শহরের সব সরকারি-বেসরকারি অফিস ৩১ মার্চ পর্যন্ত বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। খবর এনডিটিভির
শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন।
তিনি বলেন, 'শহরগুলোর সব দোকানও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে নিত্যপণ্যের দোকান এ ঘোষণার বাইরে থাকবে। মুম্বাই, পুনে, পিমপ্রি চিনচাওয়াদ ও নাগপুরের সব অফিস বন্ধ থাকবে। শুধু জরুরি সেবা চালু থাকবে।'
বন্ধের এ সময়টাতে কর্মীদের বেতন না কাটতে বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগকর্তাদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, 'সংকট যাবে আসবে, এর মধ্যে মানবতাকে দূরে ঠেলে দিয়েন না। '
বাস ও ট্রেনে ভিড় বেশি না হলে গণপরিবহন বন্ধের চিন্তা সবার শেষে করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। সরকারি অফিসগুলোতে এক চতুর্থাংশ লোক দিয়েই কাজ চালানো হবে বলে জানান তিনি।
শিব সেনার এ শীর্ষ নেতা বলেন, 'জরুরি সেবা অব্যাহত থাকবে, অন্যান্য সেবাও থাকবে। মুদি, দুধ ও অন্যান্য দৈনন্দিন জিনিস সহজলভ্য থাকবে। বাসিন্দাদের অপ্রয়োজনীয় চলাচল কমাতে বলা হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার থেকে মুম্বাইয়ের বিখ্যাত ডাব্বাওয়ালারাও তাদের টিফিন ক্যারিয়ারে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়।
রাজ্যটির শিক্ষা মন্ত্রী ভরসা গায়কোয়াড় এর আগে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। নবম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে হাজির হতে হবে ১৫ এপ্রিলের পর।
উল্লেখ্য, মহারাষ্ট্রে এখন পর্যন্ত ৫২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
মন্তব্য করুন