প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীতে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃতের সংখ্যাও এরই মধ্যে ১০ হাজার ছাড়িয়েছে। 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুয়ায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে কভিড-১৯ এ আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৫০৭ জন। আর মারা গেছেন ১০ হাজার ৮৭১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৬৭১ জন।

এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা নিউ ইয়র্কের। শহরটিতেই মারা গেছে ৪ হাজার ৭৫৮ জন।

করোনাভাইরাস এরই মধ্যে বিশ্বের ৭৬ হাজার ৬৭৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে কভিড-১৯। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৬ হাজার ২৯৯ জন। 

এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে ১৬ হাজার ৫২৩ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ মানুষ মারা গেছে ইতালির প্রতিবেশি স্পেনে। দেশটিতে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৩ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ফ্রান্সে ৮ হাজার ৯১১ জন, ইংল্যান্ড ৫ হাজার ৩৭৩ জন এবং ইরানে ৩ হাজার ৭৩৯ জন মারা গেছে।