চীনের মূল ভূখণ্ডে তিন মাস পর থামল মৃত্যুর মিছিল। জানুয়ারিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গতকাল সোমবার দেশটিতে প্রথমবারের মতো এ রোগে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য দিয়েছে।

বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের বরাত দিয়ে ফ্রান্স টুয়েন্টিফোর অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাস থেকেই চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে থাকে। তবে বেইজিংয়ের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে বিদেশফেরতদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর বিষয়টি। দেশটিতে এখন পর্যন্ত প্রায় এক হাজার বিদেশফেরত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার চীনে নতুন আক্রান্তের সংখ্যাও কমেছে। এদিন দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২ জন। যা রোববারের তুলনায় সাতজন কম। নতুন আক্রান্তদের সবাই বিদেশফেরত।

উপসর্গহীন রোগীদের নিয়েও নতুন করে দুশ্চিন্তায় পড়েছে চীন। যেহেতু দেখে বোঝার উপায় নেই, তাই উপসর্গহীন রোগীর মাধ্যমে দ্রুতই সুস্থ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ছে ভাইরাস।

সোমবার চীনে ৩০ জন উপসর্গহীন আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। আগেরদিন রোববার এ সংখ্যা ছিল ৭৮। উপসর্গহীন নতুন আক্রান্তদের ৯ জন বিদেশফেরত। বাকিদের মধ্যে ১৮ জন হুবেই প্রদেশের বাসিন্দা। সবমিলিয়ে দেশটিতে মোট এক হাজর ৩৩ জন উপসর্গহীন আক্রান্তের সন্ধান পাওয়া গেল।

চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সবমিলিয়ে ৮১ হাজার ৭৪০ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৭ হাজার ১৬৭ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৩১ জনের।