যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল নিউইয়র্কে লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে, যা চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত। একই সঙ্গে লকডাউন না মানার ক্ষেত্রে বাড়ানো হয়েছে জরিমানার পরিমাণও। এক্ষেত্রে এক হাজার ডলার পর্যন্ত জরিমানার নিয়ম চালু করেছে স্থানীয় প্রশাসন। 

অবশ্য সোমবার অঙ্গরাজ্যটিতে মৃত্যুহার এবং আক্রান্তের সংখ্যা টানা দ্বিতীয়দিনের মতো কমেছে বলে জানান নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো।

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের প্রায় অর্ধেকই নিউইয়র্ক অঙ্গরাজ্যে। সেখানে এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন অন্তত ১ লাখ ৩০ হাজার ৬৮৯ জন, মারা গেছেন ৪ হাজার ৭৫৮ জন। সর্বশেষ একদিনে এ অঞ্চলে নতুন রোগী শনাক্ত হয়েছেন সাড়ে আট হাজারের বেশি। আর মারা গেছেন ৫৯৯ জন।

গভর্নর কুয়োমো বলেন, এত মানুষ আক্রান্ত ও মারা যাচ্ছে- এগুলো ভালো খবর নয়। তবে এর হার বৃদ্ধির চেয়ে নিষেধাজ্ঞা থাকাই ভালো। সংক্রমণের হার কমাতে সামাজিক দূরত্বে বেশ কাজ হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ২৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৭১ জনে।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৭ হাজার ৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৬৭১ জন।