যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ইনটেনসিভ কেয়ারে রয়েছেন। তার অনুপস্থিতিতে সরকারের নেতৃত্বের দায়িত্ব কাঁধে নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব।

কড়া ব্রেক্সিটপন্থি রাব জনসনের পূর্বসূরি তেরেসা মে’র অধীনে সচিব সচিব ছিলেন, কিন্তু তার সরকার এবং ইইউর মধ্যে যে চুক্তি প্রত্যাহারে চুক্তি হয়েছিল তাতে সম্মত হতে না পেরে  তিনি পদত্যাগ করেছিলেন।  

সাবেক আইনজীবী রাবের জন্ম ১৯৭৪ সালে। তার বাবা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে একজ চেক শরণার্থী। ১৯৩৮ সালে তিনি নাজিদের ভয়ে জার্মানি ছেড়ে ইংল্যান্ডে চলে আসেন। ডোমিনিক রাব তিনি অক্সফোর্ড এবং কেমব্রিজ উভয় স্থানেই পড়াশোনা করেন।

জনসন অক্ষম থাকলেও রাব করোনভাইরাস প্রাদুর্ভাব এবং মন্ত্রিসভা সম্পর্কে জরুরি সভায় সভাপতিত্ব করবেন। 

যুক্তরাজ্য একটি সংসদীয় গণতন্ত্র, তাই ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রীর ভূমিকা গ্রহণ করার জন্য তার  নির্বাচনের দরকার নেই।