করোনায় বিধ্বস্ত ইতালিতে অগ্রগতি হচ্ছে সার্বিক পরিস্থিতির। তৃতীয় দফায় ‘লক ডাউন’ বৃদ্ধির ঘোষণায় যে ইঙ্গিত দেয়া হয়েছিল তার বাস্তবতা দেখা গেছে রোববারের রিপোর্টে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৩১ জনের, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন এবং আনুপাতিক হারে প্রায় অর্ধেক। কমেছে নতুন করে আক্রান্তের হার। অপরদিকে একদিনে মৃত্যুর প্রায় চারগুণ বেশি করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

করোনায় ইতালিতে ‘লকডাউন’ ঘোষণার এক মাস শেষে সুফল পরিলক্ষিত হচ্ছে। নতুন করে করোনায় আক্রান্তের হার যেমন কমেছে, তেমনি কমেছে মৃত্যুর হার। তবে সবকিছু ছাড়িয়ে যেটি আশার আলো দেখাচ্ছে ইতালিকে তা হচ্ছে, প্রতিদিন শতশত আক্রান্ত রোগী চিকিৎসায় সুস্থ হয়ে বাসায় ফিরছে।

গত ২৪ ঘণ্টার রিপোর্টে দেখা যায়, সুস্থ হয়েছে এক হাজার ৬৭৭ জন। মৃত্যু হয়েছে ৪৩১ জনের এবং নতুন আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯২ জন। এর আগের দিন সুস্থ হয়েছে ২ হাজার ৭৯ জন এবং গত এক সপ্তাহে সুস্থ হয়েছে ১৩ হাজার ৬৪ জন। আর মোট সুস্থ হয়েছে ৩৪ হাজার ২১১ জন। এতে দেখা যাচ্ছে, সুস্থ হওয়ার আনুপাতিক হার বৃদ্ধি পাচ্ছে। সেইসাথে কমছে মুমূর্ষু রোগীর সংখ্যা, যেটি এখন ৩ হাজার ৩৪৩ জন। আর মৃদু অবস্থায় (মাইল্ড কন্ডিশন) আছে ৯৮ হাজার ৯১০ জন।

এদিকে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম বৃহৎ উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে প্রতিবছর ইতালিতে শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে হাজার হাজার মানুষ সমবেত হয়। কিন্তু করোনার কারণে এ বছর পুরো ইতালিতে দিবসটি উদযাপিত হচ্ছে না। বরং এর বিপরীতে সুপারমার্কেট এবং অন্যান্য সকল প্রতিষ্ঠান রোববার ও সোমবার সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

সরকারের পক্ষে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ জিরো লেভেলে নিয়ে আসতে এই উদ্যোগ নেয়া হয়েছে। সরকার প্রধান থেকে শুরু করে সব মন্ত্রী নিজস্ব সামাজিক মাধ্যমে দিবসটি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।